______ফিরোজা সামাদ______
টুঙ্গিপাড়ায় জন্ম খোকার
হৃদয় বড়ো তার,
খোকা যেনো জন্মভূমি
দেশের অলঙ্কার !!

অাপন স্বার্থ ত্যাগ করে
জ্বালতো অন্যে অালো,
নিজের ক্ষতি করে খোকা
পরের করতো ভালো !!
জনতার সুখে সুখি খোকা
থাকতো সদা ভবে,
জন্মভুমির পরে খোকায়
সালাম দিতে হবে !!
বুকের রক্ত দিয়ে খোকা
শুধলো সবার ঋণ,
বাংলা মাটির বুকে খোকা
ঘুমায় অমলিন !!