নিউজ ডেক্স : বাঁশবাড়িয়া সৈকতে দুই পর্যটক সাগরের স্রোতে ভেসে গেছে। সোমবার (২৪ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে তিনজন পর্যটক বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে আসেন। তারা সাগরে নামেন সাঁতার কাটতে।
একপর্যায়ে তিনজন স্রোতের টানে ভেসে যেতে থাকেন। একজন কোনো রকমে কূলে উঠতে পারলেও বাকি দুইজন ভেসে যান।
খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সাগরে ভাটা থাকায় ডুবুরি নামানোর সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে মঙ্গলবার ডুবুরি টিম নামানো হবে বলে জানা গেছে।