নিউজ ডেক্স : বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে গেছে। রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা লিটন বৈষ্ণব বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। -বাংলানিউজ