নিউজ ডেক্স : বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে অন্তস্বত্বা গৃহবধুসহ এক শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার (১০ জুন) দুপুর ১২ টার দিকে বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডে পুকুরে ডুবে নিহত হুমায়রা বেগম (২০) তিন মাসের অন্তস্বত্বা গৃহবধু বলে জানা গেছে।
অপরদিকে একইদিন দুপুর ২ টার দিকে উপজেলার শীলকূপ গ্রামে হামিদা বেগম (৩) নামে এক শিশু পুকুরে ডুবে মৃত্যুবরণ করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অন্তস্বত্বা গৃহবধু ও শিশুটির লাশ বাঁশখালী হাসপাতালে ছিল। এদিকে পুকুরে ডুবে ৩ মাসের অন্তস্বত্বা গৃহবধু ও শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।