Home | দেশ-বিদেশের সংবাদ | বাঁশখালীতে জাপা প্রার্থীর মিছিলে গুলি : আহত ১০

বাঁশখালীতে জাপা প্রার্থীর মিছিলে গুলি : আহত ১০

image_printপ্রিন্ট করুন

baskhali-20181221182556

নিউজ ডেক্স : চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর মিছিলে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একটি মতবিনিময় সভার জন্য তারা জড়ো হচ্ছিলেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চাম্বল মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাঁশখালী চাম্বল বাজারে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। এ নিয়ে সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছিল। বিকেল সাড়ে ৪টার দিকে মাহমুদুল ইসলাম চৌধুরীর পক্ষে মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে চাম্বল মাদরাসা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় প্রায় সাত রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

গোলাগুলির ঘটনায় আটকা পড়েছেন মাহমুদুল ইসলাম চৌধুরীসহ শত শত নেতাকর্মী। জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের সমর্তকরা এ হামলা চালিয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে শক্তির বিচারে দেশের চারটি বড় দলই পরস্পরের বিরুদ্ধে লড়ছে। এ আসনে দুই জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের সামনে চ্যালেঞ্জ হিসেবে রয়েছেন শরিক দলের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীরা।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। নানা কারণে বিতর্কিত মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পান মোস্তাফিজুর রহমান। আর মনোনয়ন না পেয়ে দলের নির্দেশে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

সূত্র : জাগোনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!