
নিউজ ডেক্স : নির্বাচনসহ নানা দাবিতে চট্টগ্রামের হাটহাজারীর একটি রেস্টুরেন্টে বক্তব্য দিচ্ছিলেন শ্রমিক নেতা আবু তাহের (৪৫)। সেই বক্তব্য দেওয়ার সময় হঠাৎ স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আবু তাহের চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন। এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল তার। আবু তাহেরের গ্রামের বাড়ি হাটহাজারীর নন্দীর হাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় দ্রুত নির্বাচনসহ শ্রমিকদের নানা দাবিতে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের। হঠাৎ তিনি স্ট্রোক করেন। এরপর তাকে দ্রুত হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিক নেতা আবু তাহেরকে তার গ্রামের বাড়ি নন্দীর হাটে দাফন করা হয়। জাগো নিউজ
Lohagaranews24 Your Trusted News Partner