____ফিরোজা সামাদ____
ভোর রাতের স্বপ্ন কি সত্যি হয় ?
দুই যুগের বেশি আগে অামার মন পড়েছিলো একজন প্রেমিক পুরুষের প্রতি,
হয়তো তারও মন পড়েছিলো অামাতে,
তবে, কভু মনের কথা হয়নি অাদান প্রদান
তাতে ভেঙ্গে যেতে পারতো সাজানো ঘর !!
তাই বলে তাকে ভাবতে মানা কোথায় ?
ভেবেছিলাম অনুদিন অনুক্ষণ,
স্বপ্নচারী হয়ে রাতভর রয়েছে আমার স্বপ্ন বাসরে ,
অতঃপর ভোরের আলোয় ফেরার হয়েছে সে স্বপ্ন !!
দিন মাস বছর পেরিয়ে যুগ যুগান্তরেরর পর
আবার স্বপ্নে ফিরে অাসে সেই মানুষটি
নিরুত্তাপ জীবনে যৌবনের হারানো মানুষটি ধরা দেয় ভোর রাতের স্বপ্নে !!
জাগরণে পাইনি যারে বিভোর হয়ে দেখলাম সেই তারুণ্যময় তাকে,
তার অদৃশ্য ছোঁয়ায় আপ্লুত হলাম,
ক্ষণ সময়ের জন্য প্রকম্পিত হলো শরীর মন,
হাত বাড়াতেই আবার ফেরার হলো স্বপ্ন !!
বুকের মাঝে কষ্টেরা জমাট বাঁধে,
মধুর রোমাঞ্চকর স্বপ্ন কেনো ফুরিয়ে যায়?
কেনো স্বপ্ন নিষ্ঠুর হয়?
একটু একান্তে থাকলে কী হয় ?
অামার যে ভীষণ কান্না পায় !!