নিউজ ডেক্স : নরসিংদীর রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকার পাশে লাল মিয়া ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রায়পুরা থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে লাল মিয়া ফিলিং স্টেশনের মধ্যে একটি গাড়ির গ্যারেজ ভাঙতে যান শ্রমিকরা।
এসময় লোহার মই দিয়ে উপড়ে উঠতে গেলে মইটি বিদ্যুতের তারে জড়িয়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।