ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | ফারাক্কা বাঁধ ও বাংলার বন্যা

ফারাক্কা বাঁধ ও বাংলার বন্যা

ফিরোজা সামাদ

রাজনীতিতে কেউ কখনো বন্ধু কভুও হয়না
যদি দেখায় মানবতা অনেকে মানতে চায়না!
মোদি, দিদি সবই সমান এক বৃন্তের দুটি ফুল,
বন্ধুর বিপদে চায়না দিতে এক ফোঁটাও জল !

একফোঁটা জলের তরে বন্ধুর বিদীর্ণ হাহাকার,
বন্ধু দেশের কানে শুনে সুরেলা ও মধুর ঝঙ্কার !
পদ্মানদীর ছিলো একদিন রূপ ও পূর্ণ যৌবন,
তাহার রূপে মুগ্ধ হতো কতো জ্ঞানী গুণীজন !

পচাঁত্তরের অভিশাপে পদ্মা হলো জীর্ণা শীর্ণা,
তার তরে এখন অার কেউ তো ফিরে চায় না !
শ্রাবণের প্লাবনে মোদি, দিদি পাঠায় বানের জল,
সে বানের জলে নেয় ভাসিয়ে কাঙালের সম্বল!

দিদির জিভে পদ্মার নদীর ইলশের স্বাদ ছুঁয়ে যান
দেয়না পানি তবু ইলশের জন্য মন করে অানচান!
মোগো অাপায় বড্ড সরল চোখের জলেও হাসে ,
ইলিশ খাওয়ায় রান্না করে প্রাপ্য জলের অাশে!

কিন্তু ; সে যে অরণ্যে রোদন কি অার করে হায়,
ক্ষমা হলো মানব ধর্ম, সম্বল তাই সে দিয়ে যায় !
মোদি, দিদি তোমরা একটু বিবেকের দ্বার খোলো,
কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে বন্ধু হয়েই চলো!

একটুখানি ভেবে দেখো মোগো ঘরের মধ্য দিয়ে,
অানাগোনা করছো তোমরা কতো অানন্দ নিয়ে !
তাহাও মোদের লাগছে ভালো বন্ধু বলে কথা,
পাইনা কষ্ট মনে শান্তি নাই তো কভু মাথা ব্যথা !

বাঙালি কৃতজ্ঞ জাতি ভুলিনি একাত্তরের কথা,
তাই বুঝি বাংলা ভালোবাসে ওই যে কোলকাতা !
তোমরা কেনো ভুলে যাও এক মা’য়ের দুটো ছাও,
অন্ন বস্ত্র কেড়ে নিয়ে কেনো বিষ কাঁটায় খোঁচাও?

বুকের মাঝে করছে জ্বালা ফারাক্কার ওই বাঁধ,
মোগো প্রাপ্য টুকু ফিরে পেতে মনে বড়ো সাধ!
মনের কালি দূর করে বাড়াও মানবতার হাত,
তবেই প্রাণে পাবে স্বস্তি মনে ভালোবাসা অবাঁধ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!