নিউজ ডেক্স : চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁন্দের গাড়ি (জিপ) ও মোটরসাইকেলের সংঘর্ষে মুহাম্মদ এমদাদ (২৮) নামে এক আমিরাত প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদের ফুফাতো ভাই দুবাই প্রবাসী জিএম সাইফুল ইসলাম এ তথ্য জানান।
এমদাদ উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান গ্রামের আলী আহম্মদের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। ২০১০ সালের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের আসেন এমদাদ। তিনি রাজধানী আবুধাবিতে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গত মার্চ মাসে ছুটিতে দেশের বাড়িতে যান। আগামী ৫ সেপ্টেম্বর তার আমিরাতে ফেরার কথা ছিল।
জানা গেছে, রোববার সন্ধ্যায় উপজেলার নারায়ণহাট এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন এমদাদ। এ সময় ভূজপুর স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমদাদ এবং মোটরসাইকেলের দুই আরোহী একই গ্রামের মফজ্জলের ছেলে আইয়ুব (২৭) ও আকবরের ছেলে আইয়ুব (২৬) আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এমদাদকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।