নিউজ ডেক্স : প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে এক বখাটে। মানিকগঞ্জের বানিয়াজুরী বেড়িবাঁধ এলাকায় রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত মহুয়া ইসলাম রূম্পা বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় ছাত্রীর বাবা সাবেক সেনাসদস্য রফিকুল ইসলাম ঘিওর থানায় অভিযোগ করেছেন।
রফিকুল ইসলাম রফিক জানান, মহুয়াকে দীর্ঘদিন ধরে বানিয়াজুরি ঠাকুরকান্দি এলাকার রানা চৌধুরীর ছেলে ফিরোজ উত্ত্যক্ত করে আসছিলেন। রোববার মহুয়া স্কুল শেষে বাড়ি ফেরার পথে ফিরোজ তার গতিরোধ করে।
এ সময় ফিরোজ তাকে ফের প্রেমের প্রস্তাবের পাশপাশি কুপ্রস্তাব দেয়। রূপা তা প্রত্যাখ্যান করে। এতে ফিরোজ ক্ষুব্ধ হয়ে রূপাকে প্রকাশ্যে মারধর করে।
রূপার বড় ভাই সাব্বির জানান, ফিরোজের উত্ত্যক্তের কারণে বাধ্য হয়ে মহুয়াকে ঢাকায় এক বছর লেখাপড়া করাতে হয়েছে। পরে চলতি বছর তাকে বানিয়াজুরী স্কুলে ভর্তি করা হয়।
তিনি জানান, রোববার মারধরের পর ফিরোজ ফোন করে মহুয়ার পরিবারকে হুমকিও দিয়েছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আজাহার উদ্দিন জানান, ফিরোজ চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। সে নাশকতারসহ বিভিন্ন মামলার আসামি।
ঘিওর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক আহমেদ জানান, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং ভুক্তভোগীর বক্তব্য রেকর্ড করেছেন।
এ বিষয়ে ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।