Home | দেশ-বিদেশের সংবাদ | প্রেমের টানে ফেনীতে আমেরিকান তরুণী!

প্রেমের টানে ফেনীতে আমেরিকান তরুণী!

নিউজ ডেক্স: প্রেমের টানে ফেনীর সোনাগাজীতে এসে জামশেদ আলম রাজুকে (২৫) বিয়ে করেছেন আমেরিকান বংশদ্ভূত নারী সেন্ডোরা ব্রোক্স (৫৫)। তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় বলে জানা গেছে।

২০১৮ সালে ফেসবুকে পরিচয়ের পর থেকে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। একপর্যায়ে তার বিয়ের সিদ্ধান্ত নেন। অতঃপর শনিবার (১ জুন) বাংলাদেশে এসে সোমবার (৩ জুন) বিয়ে করেন আমেরিকান ওই নারী। এ সময় নবদম্পতিকে একনজর দেখতে বিয়ের অনুষ্ঠানে ভিড় করেছেন উৎসুক মানুষ।

জামসেদ আলম রাজু ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মোক্তার বাড়ির (মফিজ চেয়ারম্যানের বাড়ি) মৃত রুহুল আমিনের ছেলে। ৪ ভাই, ১ বোনের মধ্যে তিনি সবার ছোট। আর সেন্ডোরা ব্রোক্স আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা।

জামশেদ আলম রাজু জানান, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় ও বন্ধুত্ব হয়। এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ জুন আমেরিকা থেকে বাংলাদেশে আসে সেন্ডোরা ব্রোক্স।

সোমবার (৩ জুন) ফেনী বেস্ট ইন রেস্টুরেন্টে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী জামশেদ আলম রাজুর সঙ্গে বিয়ের আগে বিয়ের দিন সকালে সেন্ডোরা ব্রোক্স খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানান তিনি। মুসলিম হওয়ার পর তার বর্তমান নাম লামিয়া।

তিনি আরো বলেন, সেন্ডোরা ব্রোক্স আমাকে ভালোবেসে এখানে এসেছে। সুখে-দুঃখে আমরা দুজন একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। এ জন্য তিনি সকলের দোয়া প্রার্থনা করেন। সেন্ডোরা ব্রোক্স বলেন, আমি ভালো আছি, আমার ভালো লাগছে।

জামসেদ আলম রাজুর বড় ভাই শাহাদাত হোসেন বলেন, আমেরিকান নারীর সঙ্গে আমার ভাইয়ের সম্পর্কের বিষয়টি জানার পর আমরা বিয়ের আয়োজন করেছি। আমরা খুশি, তাদের জন্য দোয়া করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!