নিউজ ডেক্স : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের ৫৩ হাজার পদ শূন্য। এসব পদ পূরণে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৭ উপলক্ষে বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, দেশের ৬৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া সহকারী শিক্ষকের পদ শূন্য ৩২ হাজার। আগামী দুই বছরে আরও কিছু পদ শূন্য হবে। সেটা মাথায় রেখেই শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
মন্ত্রী আরও বলেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। উপ-আনুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ৩ কোটি ২৫ লাখ নিরক্ষরকে সাক্ষরতা প্রদান করা হবে। ৫০২৫টি আইসিটি বেইজড স্থায়ী কমিউনিটি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। ৫০ লাখ নব্য সাক্ষরকে জীবিকায়ন দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে।