ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | প্রশাসন নিয়োগ না হওয়া পর্যন্ত চবিতে ক্লাস অনলাইনে

প্রশাসন নিয়োগ না হওয়া পর্যন্ত চবিতে ক্লাস অনলাইনে

নিউজ ডেক্স: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। তবে শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করে যে কোনো বিভাগ অফলাইনে অসম্পূর্ণ পরীক্ষা নিতে পারবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত অনলাইনে হবে। কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে। উপাচার্য নিয়োগের পরে অফলাইনে ক্লাস হবে। এখন যেহেতু প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্ট নেই তাই অনলাইনে ক্লাস হবে। পরে প্রশাসন আসলে যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!