Home | দেশ-বিদেশের সংবাদ | প্রবাসীদের এনআইডি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের নির্দেশ ইসির

প্রবাসীদের এনআইডি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের নির্দেশ ইসির

নিউজ ডেক্স: প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এনআইডি শাখার পরিচালককে (প্রবাসী) নির্দেশনাটি দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধন আবেদন নিষ্পত্তি ও সহজীকরণের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন যথাসময়ে উপস্থাপন করতে হবে। একইসঙ্গে প্রবাসী ভোটারদের আবেদন নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিশন অফিসসমূহের সাথে সমন্বয় করতে হবে।

বর্তমানে নয়টি দেশে এনআইডি কার্যক্রম পরিচালনা করছে ইসি। এতে ১০ হাজারের মতো নাগরিকের এনআইডি সরবরাহ করেছে। ভবিষ্যতে ৪০টি দেশে এই কার্যক্রম পরিচালনা করতে চায় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!