Home | শিক্ষাঙ্গন | প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে : সংসদে শিক্ষামন্ত্রী

প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে : সংসদে শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজ ডেক্স : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার দেশের সকল উপজেলায় পর্যায়ক্রমে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কর্মসূচি গ্রহণ করেছে। আজ সোমবার সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে নির্বাচিত ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে।

নাহিদ বলেন, দ্বিতীয় পর্যায়ে বাকি ৩৮৯টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় ওই প্রকল্প অনুমোদনের কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি দলের সদস্য বেগম লায়লা আরজুমান বানু’র অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে সব উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ নেই সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত সরকারের রয়েছে।

নাহিদ বলেন, সে আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!