
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় সরাইয়া খাল থেকে উত্তোলিত ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করায়। এ সময় ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের সরঞ্জাম।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি জানান, নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ ইকবালের নেতৃত্বে সরইয়া খালে সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলী জমি খালের গর্ভে বিলিন হয়ে যাচ্ছে, এমন অভিযোগ এনে স্থানীয় কৃষক মুহাম্মদ হাসান ও আবুল কাসেমের লিখিত আবেদন করেন। তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ ও সরঞ্জাম ধ্বংস করা হয়। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।
এছাড়া নবনির্বাচিত ইউপি সদস্যের ব্যাপারে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হবে। এলাকাবাসীর অভিযোগ প্রমাণিত হলে তার সদস্য পদ বাতিল হতে পারে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner