লোহাগাড়ার পুটিবিলায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচাঁন্দা এলাকা এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেলিম সওদাগরের বিল্ডিং এর ২য় তলায় প্রায় ২ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা দেন লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের মহিলা ও স্ত্রী রোগের চিকিৎসক ডা. তাহমিনা সোলতানা ডেজি ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ডায়াবেটিস, মেডিসিন, বাত ও শিশু রোগের চিকিৎসক ডা. অনুদ্যূতি কর (নিশান)।
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা ইউনিয়ন শাখার সভাপতি আ.স.ম দিদারুল আলমের তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে সহযোগিতা করেন লোহাগাড়া রক্তদান গ্রুপ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা ৬নং ওয়ার্ড শাখার সভাপতি মাঈন উদ্দীন হাসান বিজয় ও সহ-সভাপতি হামিদ হাসান রাসেল। প্রেস বিজ্ঞপ্তি