ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | পুটিবিলায় পিতাকে প্রহার করার অপরাধে সন্তানকে দু’বছরের কারাদন্ড

পুটিবিলায় পিতাকে প্রহার করার অপরাধে সন্তানকে দু’বছরের কারাদন্ড

262

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ওয়াজ উদ্দিন সিকদার পাড়ায় পিতাকে প্রহার করার অপরাধে ১৩ জুন মঙ্গলবার সন্তানকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত নুরুল ইসলাম ওই এলাকার আবদুস ছোবহানের পুত্র বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।

লোহাগাড়া থানার এসআই সোহরাওয়াদ্দি জানান, অভিযুক্ত নুরুল ইসলাম একজন মাদকাসক্ত। ইতোপূর্বে তিনি বেশ কয়েকবার তার পিতাকে শারিরীক প্রহার করেছে। আজ মঙ্গলবার সকালেও তার পিতাকে প্রহার করে। খবর পেয়ে বেলা ১২টায় ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত যাচাই-বাছাই  পূর্বক অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করে। আগামীকাল ১৪ জুন তাকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হবে বলে জানান এসআই সোহরাওয়াদ্দি।

প্রহৃত পিতা আবদুস ছোবহান বলেন, সন্তানের হাতে নিজ পিতা শারিরীক প্রহারের স্বীকার হওয়া খুবই দুঃখজনক। কোন পিতা সন্তানের হাতে প্রহারের শিকার হলে এই রকম শাস্তি কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!