নিউজ ডেক্স : বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীতে পুকুরে ডুবে মিজানুর রহমান (৬) মারা গেছে। সোমবার (৯ এপ্রিল) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. বাবর জানান, মুন্সিপাড়ার মনিরুল ইসলামের বাড়ির ইকবাল হোসেনের ছেলে মিজানুরের নিথর দেহটি পুকুর থেকে তুলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। এরপর মৃত ঘোষণা করা হয়।
মিজানুরের মামা আজগর আলী জানান, ছোটবেলা থেকেই মিজানুররা নানুর বাড়িতে থাকছে। সে মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ছাত্র ছিল। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিজানুর বেলা ১টায় একবার গোসল করে বাড়ি এসেছিল। গরম বেশি পড়ায় সবার অগোচরে সে আবার গোসল করতে যায়। তখনি সে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহটি পুকুরে পাওয়া যায়। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারলাম না।