নিউজ ডেক্স : মীরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। পাগলা কুকুরটি গৃহপালিত গরু-ছাগলকেও হামলা করে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ জনকে কামড় দিয়ে আহত করে ওই পাগলা কুকুর।
আহতরা হলেন, মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ড মধ্যম ও উত্তর ওয়াহেদপুর গ্রামের, রবিউল হোসেন, মন্নান, রহিম, ছাত্রলীগ নেতা রনি, রফিক, ফকির, হালিমা, ফাতেমা, মিয়া৷ এছাড়া ২টি গরু ও একটি ছাগলকে কামড় দেয় ওই পাগলা কুকুরটি।
ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি ছিল। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি আছেন।