এলনিউজ২৪ডটকম : উপজেলার কলাউজান ইউনিয়নের অলিকুল শিরোমনি আশেকে রাসুল (সাঃ) আলহাজ্ব হযরত শাহ মাওলানা ফতেহ আলী ফরায়েজি (রাহঃ) কর্তৃক প্রবর্তিত ৫ দিন ব্যাপী ৩১তম পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী (সাঃ) মাহফিল আজ ১৯ ফেব্র“য়ারী সোমবার বাদে আছর হতে শুরু হচ্ছে। মাহফিল উদ্বোধন করবেন কলাউজানের পীর ছাহেব কেবলা আলহাজ্ব শাহ্ মাওলানা আহমদ কবির।
আগামী ২৩ ফেব্র“য়ারী জুমবার মাহফিলের সমাপনী দিবস। সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক মেম্বার সকল মুসলমান ভাই-বোনদেরকে উপস্থিত থাকার সদয় আহবান করেছেন।
