নিউজ ডেক্স : বাংলা ভাষা চর্চার ওপর জোর দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবার থেকেই বাংলা ভাষা শিক্ষায় জোর দিতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, শুধু দিবসপালন করলে হবে না। যে ভাষার জন্য রক্ত দেয়া হয়েছে তা আমাদের চর্চা করতে হবে।
ভাষা শহীদের রক্তের পথ ধরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বের সাথে যোগাযোগ রাখতে হলে অন্য ভাষাও শিখতে হবে। তবে বাংলাকে অবহেলা করা যাবে না।
এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ খোলা এবং আদালতের রায় বাংলায় দেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।