Home | অন্যান্য সংবাদ | পবিত্র ওমরাহ পালনে কোন ফি লাগবে না

পবিত্র ওমরাহ পালনে কোন ফি লাগবে না

57877_Capture

নিউজ ডেক্স : পবিত্র ওমরাহ পালন করতে এখন থেকে কোনও ফি লাগবে না বলে জানিয়েছে সৌদি হজ্জ মন্ত্রণালয়। ওমরা পালনের ফি সম্পর্কে এ রকম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন বাংলাদেশ অ্যাম্বাসি ইন রিয়াদ, কে এস এ (Bangladesh Embassy in Riyadh, K.S.A)।

ওমরাহ পালনে মুসুল্লিদের উৎসাহিত করেতে সৌদি হজ মন্ত্রণালয় এ পদক্ষেপ গ্রহণ করেছে। হজ ও ওমরা মুসলিম উম্মাহর আর্থিক এবং শারীরিক ইবাদত। এ ইবাদত পালনে অর্থ ও শারীরিক সামর্থ আবশ্যক। মুসলিম উম্মাহকে হজ ও ওমরায় উদ্বুদ্ধ করতেই সৌদি হজ মন্ত্রণালয়ের এ ঘোষণা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আসতে হয়। আর ওমরাহ ভিসার জন্য পরিশোধ করতে হয় নির্ধারিত ফি। এবার আর ওমরাহ পালন করতে সে ফি পরিশোধ করতে হবে না।

বাংলাদেশ দূতাবাসের ফেসবুকের পোস্ট অনুযায়ী ‘সৌদি কর্তৃপক্ষের ওমরাহ ফি লাগবে না মর্মে নতুন ঘোষণার ফলে মুসল্লিদের আর সেই খরচ বহন করতে হবে না। ফলে এখন থেকে অধিক সংখ্যক মুসল্লি ওমরাহ পালনে পবিত্র নগরী মক্কামুখী হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ওমরা পালনকালে মক্কায় অবস্থানের সময় থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট ইত্যাদি খরচাদি নিজেদেরকেই বহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!