নিউজ ডেক্স : পটিয়া উপজেলার মধ্যম শিকলবাহা গ্রামে আত্মহত্যা করেছেন এক দম্পতি। এরা হলেন ওই গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল নবী (২৪) ও তার স্ত্রী একই উপজেলার বিল্লাপাড়া এলাকার মোহাম্মদ কাশেমের মেয়ে মিনা আকতার (১৯)। আজ শনিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাগজের তৈরি প্যাকেট বিক্রি করে সংসার চালাতেন নবী। বিয়ের পর মিনার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার বাবার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল শুক্রবার রাতে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন। আজ শনিবার সকালে তাদের ৯ মাসের ছেলে মো. শাহেদ হোসেনের কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান তারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসিম উদ্দিন খান ও পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান ওসি। -কালের কণ্ঠ