নিউজ ডেক্স : পটিয়া উপজেলা পরিষদের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করে পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পটিয়া উপজেলা পরিষদের পুকুরে সকালে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বাংলানিউজ
তিনি জানান, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি রেজাউল করিম মজুমদার।