নিউজ ডেক্স : পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ভাইয়ারপোল এলাকায় মিনিবাস ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে একযাত্রী মারা গেছেন। আজ সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শামশুল আলম (৪০) দক্ষিণ হরিণখাইন এলাকার পিতা গুন্নু মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।
জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে পটিয়ামুখি মিনিবাস এর সাথে বিপরীতমুখি বিআরটিসির দ্বিতলবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মিনিবাসের যাত্রী শামশুল আলম ঘটনাস্থলে নিহত হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।