
নিউজ ডেক্স : পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন প্রার্থী। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান সোমবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।
প্রার্থিতা প্রত্যাহার শেষে মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছেন ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান।
এতে বলা হয়েছে, আগামী ৫ জানুয়ারি দেশের ৯৬ উপজেলার ৭১৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ১৯৩ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন ও সাধারণ সদস্য পদে ১০৯ প্রার্থী রয়েছেন।

প্রার্থিতা প্রত্যাহার শেষে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন ও সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তিন ধাপের ইউপি ভোট সম্পন্ন করেছে ইসি। চতুর্থ ধাপের ভোট হবে আগামী ২৬ ডিসেম্বের। আর ষষ্ঠ ধাপের ভোট হবে আগামী ৩১ জানুয়ারি।
Lohagaranews24 Your Trusted News Partner