Home | দেশ-বিদেশের সংবাদ | নোবেল শান্তির জন্য ট্রাম্পকে মনোনয়ন

নোবেল শান্তির জন্য ট্রাম্পকে মনোনয়ন

আন্তর্জাতিক ডেক্স : চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের নাম সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পরিবেশ আন্দোলনের আলোচিত কর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন।

শুধু তারাই নন, সেই তালিকায় রয়েছেন রাশিয়ার বিক্ষুব্ধ নেতা অ্যালেক্সেই ন্যাভলনিও।এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও তার ‘কোভ্যাক্স’ কর্মসূচি এবং ‘ন্যাটো’ জোটের নাম। মনোনয়ন পেয়েছে জাতিসংঘের শরণার্থী সংগঠন ‘ইউএনএইচসিআর’-এরও।

নরওয়ের পার্লামেন্টের সদস্যদের সঙ্গে কথা বলে সংবাদ সংস্থা রয়টার্সের করা একটি সমীক্ষা এই খবর দিয়েছে। রোববার (৩১ জানুয়ারি) ছিল নোবেল কমিটির কাছে মনোনয়ন জমা পড়ার শেষ দিন। নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!