নিউজ ডেক্স : নগরীর ডবলমুরিং থানা এলাকায় ১ মার্চ (বৃহস্পতিবার) বিকেল তিনটার দিকে একটি নির্মাণাধীন দোতলা ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে।
নিহত কিশোর মো. নিশাদ (১৫) নেত্রকোনা জেলার মোহনগঞ্জের জয়পুরহাট এলাকার আনোয়ার হোসেনের ছেলে নিশাদ। সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের মো. শাহাজানের নির্মাণাধীন বাড়িতে কাজ করছিল সে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।