_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
নিজের কাছে যাবো বলেই
এতোটা পথ অক্লান্ত হেঁটেছি,
ঘরের ভেতর বেঁধেছি আরেক ঘর
অকুণ্ঠ মনে আপন করেছি পর।
নিজের কাছে যাবো বলেই
তারকাঁটা সীমা পাড়ি দিয়েছি,
ছায়ার ভেতর দেখেছি আরেক মায়া
অবিশ্বাসে কায়া ছেড়ে গেছে ছায়া।
এতোটা পথ হেঁটে গিয়েছি
তারকাঁটা সীমা পাড়ি দিয়েছি,
শুধু,
নিজের দেখাই পেতে চেয়েছি।
কেবল নিজের কাছে যাবো বলেই
এতোটা পথ অক্লান্ত হেঁটেছি
তারকাঁটা সীমা পাড়ি দিয়েছি।।