লোহাগাড়া উপজেলার এম. এইচ. নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সমাজসেবক ও শিক্ষানুরাগী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
গত ২৫ মার্চ সোমবার রাত ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। মৃত্যুকালে তিনি মা- বোনসহ বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন ২৬ মার্চ তাঁকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান চৌধুরী পাড়ার মরহুম আলহাজ্ব নুরুল আলম চৌধুরীর পুত্র। তাঁর পিতা এম. এইচ. নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপন করে শোক বার্তা দিয়েছেন এম. এইচ. নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর ছবুর। -খবর প্রেস বিজ্ঞপ্তির