এলনিউজ২৪ডটকম: চলমান পরিস্থিতিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নাশকতার অভিযোগে ৩ শতাধিক নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার সাথে জড়িতরা দেশের শত্রু, দেশের প্রতি তাদের কোন ভালোবাসা নেই। কোটা আন্দোলনের বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান হবে সেটা লোহাগাড়া-সাতকানিয়ার মানুষ বুঝতে পেরেছে। তাই এই জনপদের মানুষ শান্ত ছিল।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টায় লোহাগাড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে উপজেলা সদর বটতলী স্টেশনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার শফিউল্লাহ পিপিএম বিপিএম (বার) স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লোহাগাড়ার অনেক মানুষ ঢাকায় গিয়ে নাশকতা করেছে। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আবার অনেকে গ্রেপ্তারও হয়েছে। কেউ অপরাধ করে রেহাই পাবে না।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম প্রমুখ।