
_______ ফিরোজা সামাদ_______
নারী অামি শান্ত সরোবর
কখনো উত্তাল সাগর,
কখনো সবুজ বন-বনানী
উড়ন্ত প্রজাপতি নিরন্তর !!
ক্ষুধায় দিয়েছি সন্তানে অন্ন
প্রিয়র হাতে জল,
অামারই প্রেরনায় জয়ী পুরুষ
পেয়েছো মনে বল !!

উষার স্নিগ্ধ অালোর মতো
জুড়িয়ে দেই প্রাণ,
মনে রেখো তুমি নারীর কারনে
দেখেছো এই ভুবন !!
মাতৃশাসন অার মাতৃ শিক্ষায়
মানুষ হয়েছো তুমি,
নারীর জন্যই তোমায় পেয়ে
ধন্য অামার জন্মভুমি !!
নারীকে তুমি করেছো দাসী
যে নারী তোমার জননী,
অাবার নারীকে পণ্য বানিয়ে
উপাধী দাও দ্বিচারিণী !!
বিবেক যখন লুটিয়ে পড়ে
পাপাচারের পদতলে,
নারীকে ভাসাও ডুবাও তুমি
কলঙ্কের অতল জলে !!
পাপাচার তুমি কন্যা জায়াকে
বানাও বার বণিতা,
কী করে তুমি পরিচয় দিবে
স্বামী কিংবা পিতা ?
একটিবার মুক্ত করো তোমার
রুদ্ধ বিবেকের দ্বার,
সত্যিকার মানুষ হয়ে দেখো
উন্নত শির তোমার !!