ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী মানব ও সমাজসেবার আদর্শ নাম

নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী মানব ও সমাজসেবার আদর্শ নাম

16649472_1843115145911418_288735865134038521_n

মুহাম্মদ মহিউদ্দিন মাহি : “রিজিয়া রেজা চৌধুরী – আমার দেখা একজন মানব-সমাজসেবার আদর্শ নাম” – আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন।

কিছু শিক্ষিত এবং অশিক্ষিত রাজৈনতিক অজ্ঞদের প্রতি আমার কিছু কথা!

মানুষ কোন রাজনৈতিক দল বা প্লাটফর্ম নিয়েই জন্ম নেয়না। কেউ যদি জন্মগত কোন দলের বা প্লাটফর্মের বলে তাহলে নিতান্তই সে বিবেকহীন বা অজ্ঞ। আবার রাজৈনতিক প্লাটফর্ম টা পরিবেশ, আদর্শ, দেশের উন্নয়ন বা মানুষের সেবার কারণেই পরিবর্তনযোগ্য কারণ আল্লাহ মানুষকে সেই বিবেক দিয়েই সৃষ্টি করেছেন।

অনেকের বাবা-মা বা ভাই- বোন বিভিন্ন প্লাটফর্মে আছে বলেই বা কেউ একে অপরকে দোষারোপ করার অধিকার রাখেনা, কারণ প্রত্যেকেই নিজস্ব বিবেক নিয়েই স্বাধীন। আবার কোন রাজৈনতিক দল বা প্লাটফর্ম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নই যে, ঐটাতেই থাকতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ইসলামের সেবা,দেশের সেবা, মানুষের সেবা, সেটা যেই প্লাটফর্মেই হোকনা কেন তাতেই আল্লাহর সন্তুষ্টি এবং দেশ-জাতির প্রতি নিজের দায়িত্ব পালন। এটাকেই আমি মনে করি একটি সুন্দর এবং আদর্শিক রাজনীতি।

লেখক : লোহাগাড়ানিউজ২৪ডটকম’ম উপদেষ্টা, মরক্কো ইন্টারন্যাশনাল ইউনিবার্সিটি অব আগাধির এর সহকারী অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ।

লেখক :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!