ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | নাফ নদীতে জন্ম : ঝুঁপড়িতে আশ্রয়

নাফ নদীতে জন্ম : ঝুঁপড়িতে আশ্রয়

cox-pic-2dipan-8.9

নিউজ ডেক্স : মায়ানমারের সেনা ও নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নারীর সন্তান প্রসব হয়েছে নাফ নদীতে নৌকার উপর। ৭ দিন আগে জন্ম নেওয়া নবজাতক শিশুসহ তার পিতা-মাতা আশ্রয় নিয়েছেন উখিয়ার কুতুপালং রাস্তার পাশের এক ঝুঁপড়িতে। পাঁচদিন ধরে শুকনো খাবার খেয়ে তারা প্রাণে বেঁচে আছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে কুতুপালং ঝুঁপড়িতে কথা হয় নবজাতকের পিতা আহমদ উল্লাহর সাথে।

তিনি বলেন, ‘কোরবানের ঈদের দিন রাত ১২টার দিকে নাফ নদীতে নৌকার উপর তার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হলে ছটফট করতে থাকে। তখন নৌকায় শুধুমাত্র ১ জন নারী ছিল, বাকিরা সবাই পুরুষ। তখন আমি নিজেই সহযোগিতা করি আমার স্ত্রীকে।’

নবজাতকের মাতা খালেদা বেগম বলেন, ‘এটি আমার প্রথম ছেলে সস্তান। এখনো নাম রাখা হয়নি। কোরবানের দিন জন্ম হয়েছে তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কোরবান আলী নাম রাখব।’

তিনি হাসি মুখে বলেন, ‘সন্তানের চেহারা দেখে মিয়ানমারের সেই করুণ স্মৃতি ভুলে গেছি।’ গত ৫ দিন ধরে তারা শুকনো খাবার ছাড়া আর কিছুই চোখে দেখেননি বলে তারা জানান। -সুপ্রভাত বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!