
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন তালুকদার দুর্বৃত্তের হামলায় গুরতর আহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে বিট কর্মকর্তার অফিস সন্নিহিত এলাকায় এ ঘটনা ঘটে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন তালুকদার জানান, চুনতি বাজার থেকে মোটরসাইকেল যোগে বিট অফিসে যাচ্ছিলেন। এ সময় অফিসে ঢুকার সময় পেছন থেকে কে বা কারা লাঠি দিয়ে আঘাত করে। এতে তার ডান হাতে গুরতর আহত হন। তার চিৎকারে বনকর্মীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে বলে বিট কর্মকর্তা জানিয়েছেন।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিট কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, এক বিট কর্মকর্তা আহত অবস্থায় থানায় আসেন। তাকে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।