
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহণের দায়ে প্রায় দশ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ধাওয়া করে একটি ট্রাক আটক করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বাইয়ার পাড়ার ৩টি স্থানে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

ইউএনও জানান, পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা কৌশলে পালিয়ে যায়। এ সময় অবৈধ বালু পরিবহণের দায়ে একটি ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
