Home | দেশ-বিদেশের সংবাদ | দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আগামীকাল রোজা শুরু

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আগামীকাল রোজা শুরু

image-81245

নিউজ ডেক্স : চন্দ্রমাসের তারিখ অনুযায়ী সারাদেশের মানুষ আগামী ৬ মে সোমবার দিবাগত রাতে সেহেরি খাবেন। পবিত্র রোজা রাখবেন মঙ্গলবার থেকে। কিন্তু দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে রোজা পালন শুরু হবে আগামীকাল থেকে।

আগামীকাল থেকে রোজা রাখবেন সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা উপজেলার প্রায় ৬০ গ্রামের মানুষ। আজ ৫ মে রবিবার দিবাগত রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন তারা।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শত বছর পূর্ব থেকে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে রোজা রেখে থাকেন।

এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের পীরজাদা মোহাম্মদ মছউদুর রহমান জানান, আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, সে অনুযায়ী আগামীকাল সোমবার আমাদের প্রথম রোজা পালন হবে।

এছাড়া বোলায়খালী, হাটহাজারী, সন্দ্বিপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশ, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে তারাও রোজা রাখবেন সোমবার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!