Home | শীর্ষ সংবাদ | তোমার ইচ্ছেয় মৃত্যুর প্রার্থনা

তোমার ইচ্ছেয় মৃত্যুর প্রার্থনা

598

_____ফিরোজা সামাদ_____

হে মহান প্রভু!
মৃত্যু তো হবেই সে হোক তোমার ইচ্ছেয় ফেরেশতার হাতে!
কোনো মানুষের হাতে যেনো না হয় !
কারণ, তা অন্তত হত্যা নয়!

মানুষ শুধু হত্যা করতে পারে শীতল ইচ্ছার নিষ্ঠুরতায়!
চোখের দৃষ্টিতে থাকে হলদে রঙের বিষ
সে মৃত্যু সুন্দর দেখেনা কেউ!
সে মৃত্যূ হয় অসহনীয় লজ্জার অপরিসীম গ্লানির!

হে ইশ্বর!
অামার প্রতি তুমি সদয় হও !
মানুষরূপী কোনো অমানুষের হাতে যেনো
অামার মৃত্যু না হয় !
মৃত্যুতেও তুমি অামার মনে চোখের তারায় থেকো!

হে দয়ার কাণ্ডারী !
তুমি অামায় পরপারে নতুন করে তুলো
মৃত্যুতে পুড়ে যাক অামার সব অপরাধ, দুঃখ, ক্ষোভ, অহঙ্কার যাতনা!

তুমি অামার বিশ্বাস!
অামার সেই নতুন জীবন যেনো জ্বলে উঠে
সূর্যের অালোয় ধারালো তলোয়ারের মতো!

হে দয়াময়!
অামার মাথায় পড়িয়ে দাও তোমার নূরের তাজ
দিবে কি অামায় এমন উপহার তুমি অামায় ?
অামি অবনত মস্তকে তোমাতে নিমগ্ন !
ক্ষমীয় অামায় তোমার দয়ায় !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!