এলনিউজ২৪ডটকম : ঢেলে সাজানো হচ্ছে লোহাগাড়া উপজেলা পরিষদ এলাকা। আজ ৭ মে সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিজ উদ্যোগে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে গাছের আগাছা ও ঝোপঝাড় কাটার কাজ এবং জেলা পরিষদ ডাক বাংলোর পাশে সৌন্দর্য্য বৃদ্ধির জন্য ফুলের বাগান তৈরিকরণ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম বলেন, উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি সুন্দর মনোরম পরিবেশ তৈরি করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া আমি (ইউএনও) যোগদান করার পূর্বে উপজেলা পরিষদ এলাকা থেকে বেশ কয়েকবার গাড়ি চুরি হওয়া কথা শুনেছি। তাই নিরাপত্তা ও চুরিচামারি রোধের জন্য কয়েকদিনের মধ্যে ওয়াইফাইযুক্ত সিসি ক্যামরা উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হবে। যা মোবাইলের মাধ্যমেও অপারেট করা যাবে। সর্বোপরি একটি সুন্দর মনোরম উপজেলা পরিষদের জন্য যা যা করণীয় তা কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে।

“লোহাগাড়া উপজেলা ডিজিটাল সেন্টার” ফেসবুক আইডি থেকে উপরোক্ত তথ্য জানা যায়।