কবি ও কবিতা
তোমার কারণেই কবিতাদের জন্ম হয়েছিল একদা
তোমায় ভেবেই হাঁটি হাঁটি পা পা করে তাদের বেড়ে ওঠা
তোমাকে পেতেই
শৈশব,
কৈশোর
পেরিয়ে
আজ
তারা
যৌবনবতী!!
তাদের কন্ঠে আজ সুরেলা সংগীত,
আঙুলে ধ্রুপদী নৃত্যের মোহনীয় ভঙ্গি,
দৃষ্টিতে কামনার মাদকতা নিয়ে
হতে চায় মিলনের সঙ্গী ।।
তোমার কাছ থেকে বিযুক্ত হলেও
কবিতারা পেয়েছে তাদের অমরত্ব
কবিকে না হয় না – ই বা পেলে
পেয়েছো কবিতার পুরো কৃতিত্ব।।
——————————————————-
প্রাণশক্তি
‘মন খারাপ ‘ কে ঠিক চিনিনা আমি,
‘হতাশা ‘ কেও দেখিনি কখনো!
তবে, হ্যাঁ, নাম শুনেছি অনেক!
বাড়িতে যে কখনো আসেনি
এমনটাও নয়!
আসলে দুয়ার না খুলেই
বিদায় দিয়েছিলাম ওদের!
‘প্রাণশক্তি’ আর ‘উচ্ছলতা’ এলে পরে
নকশী-পাটিতে বসিয়ে জলখাবার খাইয়ে
যত্ন করেছিলাম খুব!
এখন তো পরস্পরকে ছাড়া আমাদের চলেই না!