নিউজ ডেক্স : চট্টগ্রামে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার।
নিহতরা হলেন একটি ট্রাকের চালক মো. জাহাঙ্গীর (৩৫) ও তার সহকারী আব্দুর রশিদ (৩৫)। আর আহত ব্যক্তি হলেন বদরুল (৪০)।

এ ব্যাপারে সার্জেন্ট সোহেল গণমাধ্যমকে বলেন, ভোর রাতে চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।
এ বিষয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল আজম বলেন, বড়তাকিয় বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক রাস্তার পাশে থামিয়ে চালক গাড়ি থেকে নামেন। এ সময় দ্রুতগামী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। তাতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং তিনজন ভেতরে আটকে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চালক ও সহকারীকে মৃত অবস্থায় বের করে আনেন।
তিনি জানান, বদরুল (৪০) নামে আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।