ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | টেকনাফে ‌’বন্দুকযুদ্ধে’ মানবপাচারকারী নিহত

টেকনাফে ‌’বন্দুকযুদ্ধে’ মানবপাচারকারী নিহত

নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানবপাচারে অভিযুক্ত আব্দুস ছালাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপকূলীয় বাহারছড়ার নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস ছালাম বাহারছড়ার নোয়াখালী জুম্মাপাড়ার মৃত হাকিম আলীর ছেলে ও মানবপাচারের অভিযোগে করা তিনটি মামলার আসামি।

পুলিশ জানায়, ভোররাতে বাহারছড়ার নোয়াখালী জুম্মাপাড়ার মৃত হাকিম আলীর বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ে মানবপাচারের জন্য লোক অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। এ সময় অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল সানি বডুয়া ও দেলোয়ার আহত হন। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর সশস্ত্র দুবৃর্ত্তরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে একটি এলজি, ছয় রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড খোসাসহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ সালামকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পৃথক মামলার প্রস্তুতি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!