ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | টেকনাফে ৩১ মরদেহ উদ্ধার

টেকনাফে ৩১ মরদেহ উদ্ধার

নিউজ ডেক্স: মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কক্সবাজারের টেকনাফ সাগর উপকূল থেকে দুই দিনে শিশুসহ ৩১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। যাদের মধ্যে ১৩ নারী ও ১৫ জন শিশু রয়েছে।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাহপরীর দ্বীপের নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ২ শিশু ও ৩ নারী ছাড়াও সাগর তীরবর্তী শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া সৈকত থেকে ২ নারী ও ২ শিশু এবং পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে ১ নারী ও ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) ১২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ঝরের কবলে পড়ে ডুবে গেছে। পরে তাদের মরদেহ উপকূলে ভেসে আসে। প্রথমদিন যে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয় রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বজনরা এসে নিয়ে গিয়ে দাফন করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, টেকনাফ উপকূলে বিভিন্ন মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এগুলো স্বজনরা নিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!