নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। টেকনাফ ইউনিয়নের কেরুনতলী এলাকার কক্সবাজার-টেকনাফ সড়কে মঙ্গলবার ভোরে ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান জানান।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মো. আব্দুল হামিদের ছেলে আশিক জাহাঙ্গীর কুদরত (৩২) ও নারায়ণগঞ্জ জেলার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০)।
মেজর মেহেদী বলেন, কেরুনতলী এলাকায় র্যাবের চেকপোস্ট অতিক্রম করার সময় কক্সবাজারমুখী একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাক থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি চালানো হলে র্যাবও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।”
ট্রাকে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা, দুইটি অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।