Home | দেশ-বিদেশের সংবাদ | টেকনাফে দেশীয় তৈরী অস্ত্র ও বুলেটসহ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফে দেশীয় তৈরী অস্ত্র ও বুলেটসহ রোহিঙ্গা ডাকাত আটক

120.3

নিউজ ডেক্স : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও বুলেটসহ ১জন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে। আটক ডাকাতকে আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায় ৪ জুলাই ভোর রাতে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন ও জসিমের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় বসবাসকারী রোহিঙ্গা ডাকাত মোঃ শফিকের বাড়িতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের শ্যালক ও প্রধান সহযোগী মোঃ শফিককে (২৩) আটক করে। আটক ডাকাতকে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

– সিবিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!