
নিউজ ডেক্স : জোয়ারের পানিতে ভেসে আসা আরো তিন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফের সাবরাং খুরেরমুখ এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
এই বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, শনিবার রাতে সাবরাংয়ের খুরেরমুখ এলাকায় ভেসে মৃতদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করা হয়। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে। মরদেহগুলো স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

তিনি জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় গত রবিবার রাতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৩৪ রোহিঙ্গার মৃহদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ২৯ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ২৭টি নৌকাডুবির ঘটনায় ১৭৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner