
______ফিরোজা সামাদ______
অামার অাঙিনায় ঝরোঝরো ঝরে
অকাল শ্রাবণধারা,
তোমার অাঙিনায় ভোরের
সোনালি রোদ ঝিলমিল অালো ছড়ায় !!

হিম হিম সমীরণ ছুঁয়ে ছুঁয়ে যায়..
সুদূর অনন্ত থেকে নেমে এসে,
সোনার বরণ পাখিটির ভেজা পালক
হিমে থরথর থরথর কাঁপণ ধরে,
মন চায় রৌদ্রের ওম ওম ছোঁয়া পেতে,
মন ভাঙে তার অঘোর তুফানে
চোখ ডুবে যায় অসময়ের প্লাবনে !!
শুধু অন্তর প্রাঙ্গণে অগুণতি তারকা
ঝিকিমিকি জ্বলে উঠে বলে কোথায় শ্রাবণ?
এ যে হেমন্তের হিমেল হাওয়ায়
ঝরাপাতার শব্দরা সকরুণ সুরে
শোনায় বিদায়ের গান,
চাঁদনী রাত দেখায় অালোর পসরা !!
Lohagaranews24 Your Trusted News Partner