
নিউজ ডেক্স : লোহাগাড়া থানার একটি নাশকতার মামলায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় শূরার সদস্য শাহজাহান চৌধুরীসহ ১৭৯ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান মজুমদার শুনানি শেষে এই আদেশ দেন। সরকার পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।
আদালতসূত্র জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি লোহাগাড়া থানার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণা করায় এ তাণ্ডব চালানো হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিদের গুলিতে মেজবাহ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। আদালত সূত্র আরো জানায়, এ মামলায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। -আজাদী প্রতিবেদন
Lohagaranews24 Your Trusted News Partner